বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ অ্যালিসা-পেরিরা
ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। না একদিনের ক্রিকেট, না ক্ষুদে সংস্করণ—কোনো ফরম্যাটেই ভালো করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ব্যর্থ হয়েছে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে। মাঠের লড়াইয়ে না পারলেও মাঠের বাইরে বাংলার নারীরা মুগ্ধ করেছে অসি নারীদের।
বাংলাদেশের আতিথ্যে মুগ্ধ পুরো অস্ট্রেলিয়া দল। শেষ টি-টোয়েন্টির পর আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসে অসি অধিনায়ক অ্যালিসা হিলি জানালেন, বাংলাদেশের অতিথিপরায়ণতা তাদের আনন্দিত করেছে।
হিলি বলেন, ‘এই সিরিজে মাঠের বাইরে অনেক কিছু জেনেছি ও শিখেছি আমরা। বিশেষত, বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হলাম, শাড়ি উপহার পেলাম, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন। সবমিলিয়ে আমরা এই দেশ থেকে নতুন অভিজ্ঞতা এবং দেশ সম্পর্কে ভালো শিক্ষা নিয়ে যাচ্ছি। বাংলাদেশের আতিথ্যে আমরা মুগ্ধ।’
বাংলাদেশে এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসে অসি নারীরা। সিরিজের মাঝপথে গত সপ্তাহে। অভিনব এক আতিথ্য দেওয়া হয় অস্ট্রেলিয়ার অধিনায়ক হিলিকে। তার সামনে তুলে ধরা হয় ফুচকা, কাচ্চি বিরিয়ানি ও রসগোল্লা। একে একে সেসবের বর্ণনা দিতে থাকেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফুচকা ও কাচ্চি না খেলেও রসগোল্লা চেখে দেখেন হিলি। এরপর হিলিকে লাল জামদানি উপহার দেন জ্যোতি। সঙ্গে লাল-সবুজ চুড়ি। দুজনই চুড়ি পড়ে শব্দ করে খুনসুটিতে মেতে ওঠেন।