নারী ফুটবলারদের বেতন নিয়ে সুখবর দিল ফিফা
২০২২ সালের সেপ্টেম্বরে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই বেতনসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। ফুটবলারদের সেই দাবি আমলে নিয়ে বেতন বাড়ালেও তা নিয়মিত দিতে পারেনি বাফুফে। সেই সমস্যার সমাধান হিসেবে এবার ফিফার অনুদান থেকে সাবিনাদের বেতন দেয়ার অনুমতি পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
গতকাল রোববার (৭ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করেন। এসময় ফুটবলারদের বেতন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ফিফার কাছে ফিফা তহবিল থেকে বেতন দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য আবেদন করেছিলাম। এখন যেহেতু আমরা ফিফাকে বিষয়টি সম্পর্কে বোঝাতে সক্ষম হয়েছি, নারী ফুটবলারদের বেতন বার্ষিক তহবিল থেকে দেওয়া হবে।’
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা এখন থেকে তাদের মাসিক বেতন স্পনসরের টাকার পরিবর্তে ফিফা তহবিল থেকে পাবেন। গত বছরের আগষ্ট থেকে ৩১ ফুটবলারের বেতন দিয়ে আসছে বাফুফে। চারটি ক্যাটাগরিতে তারা বেতন পাচ্ছিলেন। সাবিনাসহ ১৫ ফুটবলার মাসে ৫০ হাজার টাকা পাচ্ছেন। ১০ জন বেতন পাচ্ছেন ৩০ হাজার টাকা করে। বাকি ৬ ফুটবলারের ৪ জনের ২০ হাজার, ২ জনের বেতন ১৮ হাজার।