সিলেটে কেন গেলেন, জানালেন মিরাজ
তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউই ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। এমন তাপপ্রবাহের মধ্যেও অনুশীলন করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে প্রায় সবাই অনুশীলনে ব্যস্ত।
এমন সময়ে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ গেছেন সিলেটে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটে একটু প্রশান্তির খোঁজে গিয়েছেন মিরাজ। পাহাড়, নদীর সম্মিলনে সিলেট সবসময়ই পর্যটকদের পছন্দের অন্যতম শীর্ষে। মিরাজও তাই ছুট লাগালেন সিলেটে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ রোববার (২১ এপ্রিল) বিকেলে দুটি ছবি পোস্ট করেন মিরাজ।
একটি ছবিতে দেখা যায়, সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে নদীতে নৌকায় বসে আছেন মিরাজ। আরেকটি ছবিতে পানিতে গোসলরত শিশুদের সঙ্গে জলকেলি করছেন তিনি। হাসিমাখা ছবিতে ক্যাপশন হিসেবে লেখেন, ‘প্রাকৃতিক প্রশান্তির খোঁজে।’
এ দিকে, জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল গতকাল থেকে প্রস্তুতি শুরু করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকালে ক্রিকেটারদের দৌঁড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রস্তুতি শুরু হয়। ২০, ৪০ ও ১৬০০ মিটার স্প্রিন্টে অংশ নেন ক্রিকেটাররা। তাদের স্প্রিন্ট দেখে ফিটনেসের অবস্থা বুঝতে চেয়েছেন বাংলাদেশ দলের নতুন ট্রেনার ন্যাথান কিলি।