ভারতীয় নারীদের মাঝারি সংগ্রহে থামাল বাংলাদেশ
বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। ক্রিকেটে সেটির পারদ অনেক বেশি উঁচুতে। উত্তাপকে সঙ্গী করে দুদেশের নারী দল আজ রোববার (২৮ এপ্রিল) মুখোমুখি হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় ভারত। ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৪৫ রান।
ওপেনিংয়ে শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারের প্রথম বলে সুলতানা খাতুনের বলে কভারে ক্যাচ তুলে দেন মান্দানা। সেটি লুফে নিতে ব্যর্থ হন ফারিহা তৃষ্ণা। মান্দানাকে সুযোগ দিলে তিনি বাংলাদেশের জন্য মাথাব্যথা হতে পারতেন। সেটি হতে দেননি ক্যাচছাড়া ফারিহা। তৃতীয় ওভারে নিচু হওয়া স্লোয়ারে বোল্ড করেন মান্দানাকে। ৯ রান করে সাজঘরে ফেরেন ভারতীয় ওপেনার।
১৮ রানে প্রথম উইকেট হারানো ভারতকে পাওয়ার প্লেতে ভালোই চেপে ধরে বাংলাদেশের নারীরা। মাত্র এক উইকেট তুললেও দেয় ৩৯ রান। ষষ্ঠ ওভারের শেষ বলে মারুফা আক্তারের বলে শেফালির সহজ ক্যাচ ছাড়েন সুলতানা। ইনিংস অবশ্য বড় করতে পারেননি শেফালি। ২২ বলে ৩১ রান করে রাবেয়া খানের বলে ফাহিমা খাতুনের তালু বন্দি হন শেফালি। ভারত হারায় দ্বিতীয় উইকেট।
ভারতের হয়ে হাল ধরেন হারমানপ্রীত কৌর ও স্বস্তিকা ভাটিয়া। এই জুটি রান তোলে দ্রুতগতিতে। তবে, ৪৫ রানের জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ২২ বলে ৩০ রানে লেগবিফোর হয়ে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক হারমানপ্রীত। ২৯ বলে ৩৬ রান করা স্বস্তিকাকে সুলতানার ক্যাচ বানিয়ে ফেরান রাবেয়া। রাবেয়ার বলেই সাজঘরের পথ ধরেন সাজিভান সাজানা। কভারে দারুণ এক ডাইভে বল মুঠোবন্দি করেন ফারিহা।
শেষ দিকে ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেননি। সিলেটের ব্যাটিং পিচে ভারতীয় নারীদের ভালোই চেপে ধরে বাংলাদেশ। দুরন্ত বোলিংয়ে ভারতকে মোটামুটি রানে বেঁধে ফেলে বাংলাদেশ। এখন বাকি কাজটা ব্যাটারদের।
বাংলাদেশের পক্ষে চার ওভারে ২৩ রান দিয়ে তিন উইকেট নেন রাবেয়া। তিন ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট পান মারুফা।