অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশে এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। অসি নারীরা এলেও বাংলাদেশ এখন খেলতে যায়নি অস্ট্রেলিয়ায়। যাওয়া হয়নি ইংল্যান্ডেও। সেই আক্ষেপ মুছতে চলল এবার। নারী ক্রিকেটের পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামের সূচি ঘোষণা করেছে আইসিসি।
আইসিসির এই সূচিতে বাংলাদেশ সুযোগ পাবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরের। নারী চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৯, এই চার বছরের ফিউচার ট্যুর প্রোগ্রামের চক্রে আইসিসি জানিয়েছে বাংলাদেশের এই দুই সফরের বিষয়টি। এর মধ্যে ভারত ও পাকিস্তান সফরও করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এছাড়া, ২০২৫-২০২৯ চক্রে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। চার বছরের এই চক্রে দেশ-বিদেশ মিলিয়ে দ্বিপাক্ষিক সিরিজে মোট ২৭টি ওয়ানডে খেলবেন জ্যোতি-নাহিদারা। তবে, একদিনের ক্রিকেটের চেয়ে বেশি খেলবেন টি-টোয়েন্টি। ক্ষুদ্র সংস্করণে এই চক্রে বাংলাদেশ খেলবে ৩০ ম্যাচ।
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর ২০২৬ সালের অক্টোবরে। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও ২০২০ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ড সফর ২০২৭ সালের সেপ্টেম্বরে। ইংলিশদের বিপক্ষেও সিরিজটি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের।
ফিউচার ট্যুর প্রোগ্রামের বাইরেও আন্তর্জাতিক ইভেন্টে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৮ সালে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
চলমান চক্রে এখনও দুটি সিরিজ বাকি আছে বাংলাদেশের। নভেম্বর ও ডিসেম্বরে দেশের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। জানুয়ারি-ফেব্রুয়ারিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। প্রথমবারের মতো দ্বীপ দেশটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবেন বাংলার নারীরা।