বাংলাদেশ সফরের দল ঘোষণা আইরিশ নারীদের
চলতি নভেম্বরে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। বাংলাদেশ সফরটি তাই কঠিন হবে আইরিশদের জন্যও।
আসন্ন এই সফরকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে দল গঠন করেছে আইরিশরা। বাংলাদেশের মাঠ হলেও আইরিশরা স্বাগতিকদের ফেলতে পারে পরীক্ষায়।
২৭ নভেম্বর থেকে শুরু হবে দুদলের লড়াই। প্রথম ম্যাচ মাঠে গড়াবে সেদিন। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জ্যোতি-নাহিদাদের পরের দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেট শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
ঢাকায় ওয়ানডে পর্ব শেষ করে টি-টোয়েন্টি খেলতে সিলেট যাবেন নারীরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ ডিসেম্বর থেকে শুরু হবে সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই। ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫, ৭ ও ৯ ডিসেম্বর।
বাংলাদেশ সফরে আয়ারল্যান্ড নারী স্কোয়াড
লরা ডিলানি (অধিনায়ক), গ্যাবি লুইস, আভা কানিং, ক্রিশ্চিনা কোল্টার রেইলি, সারাহ ফোরবেস, অ্যামি হান্টার, আরলিন কেলি, অ্যাইমি মাগুইরে, জেন মাগুইরে, কারা মুরায়, লেয়াহ পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়, ফ্রেয়া সারগেন্ট এবং অ্যালিস টেক্টর।