নারীরা পরিশ্রমী, দল নিয়ে আশাবাদী : ফাহিম
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হয়েছে হার দিয়ে। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় নারীদের কাছে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। ম্যাচ হারলেও বোলিংয়ে বেশ দারুণ করেছিলেন রাবেয়া-মারুফারা। ভারতকে অল্প রানে বেঁধে ফেললেও ব্যাটারদের ব্যর্থতায় দেখতে হয়েছে হারের মুখ।
নারীরা ম্যাচ হারলেও তাদের নিয়ে আশাবাদী বাংলাদেশের স্বনামধন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানালেন, এই দলকে নিয়ে কাজ করলে ওরা বহুদূর যাবে। সেক্ষেত্রে নির্বাচক ও কোচদের ভূমিকা অনেক। এনটিভির স্পোর্টসবিষয়ক শো গ্যালারিতে আজ সোমবার (২৯ এপ্রিল) এসব কথা বলেন তিনি।
ফাহিম বলেন, ‘আমাদের নারীরা বেশ পরিশ্রমী। ওদের নিয়ে আমি আত্মবিশ্বাসী। ভারতের বিপক্ষে বল হাতে ওরা দারুণ করেছে। ফিল্ডিংও ভালো করেছে। ব্যাটিংয়ে ২/১ জন ছাড়া ওভাবে কেউ প্রতিরোধ করতে পারেনি। ওদের নিয়ে যদি নির্বাচক ও সংশ্লিষ্টরা কাজ করেন, কখন কাকে খেলাতে হবে বিষয়গুলো ঠিকঠাকভাবে দেখেন, নারীরা তাহলে সামনে আরও ভালো করবে। ভুলগুলো শুধরে খেললে ভারত সিরিজটাও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে আগামীকাল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়। এর আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, পেসার মারুফা আক্তার ও ফাহিমা খাতুন আজ সিলেটের কয়েকটি স্কুল পরিদর্শন করেন।