পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরেছেন হাসান আলি
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ফরম্যাটে খেলবে পাকিস্তান। এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে সুযোগ পেয়েছেন পেসার হাসান আলি। এই সিরিজ দিয়ে দলে ফেরায় বিশ্বকাপে খেলার দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে এই পেসারের।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য আজ বৃহস্পতিবার ( ২ মে) টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ১৮ জনের দল থেকেই ১৫ জন যাবেন বিশ্বকাপের দেশে। বাদ পড়বেন তিনজন। হাসান ছাড়াও দলে ফিরেছেন চোট কাটিয়ে ওঠা আরেক পেসার হারিস রউফ। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ক্যাপ পাওয়া অলরাউন্ডার আগা সালমানও আছেন ১৮জনের দলে।
গত পিএসএলে করাচি কিংসের হয়ে বল দারুণ ছিলেন হাসান। তবুও সুযোগ মেলেনি নিউজিল্যান্ডের বিপক্ষে। অবশেষে বিদেশের মাটিতে সুযোগ পেলেন তিনি। এবার সেই সুযোগ কাজে লাগাতে পারলে মিলবে বিশ্বকাপের টিকিট।
আগামী ১০ মে থেকে শুরু হবে আয়ারল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে। এই সিরিজ শেষে ২২ মে থেকে শুরু হবে ইংল্যান্ড সিরিজ। ইংলিশদের বাকি তিনটি ম্যাচ হলো ২৫, ২৮ ও ৩০ মে। এরপর বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবর আজমের দল।
পাকিস্তান টি-টোয়েন্টি দল: বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফাখার জামান, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আঘা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান।