আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন লিটন
জিম্বাবুয়ের বিপক্ষে চলছে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। চলমান এই সিরিজের মাঝেই আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন ওপেনার লিটন দাস। অবশ্য লিটন দুঃসংবাদ পেলেও সুখবর পেয়েছেন তাসকিন-হৃদয়রা।
প্রথম তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ওপেনার লিটন দাস। তিন ম্যাচে তার রান যথাক্রমে ১, ২৩ ও ১২। লিটনের এমন অফফর্ম নিয়ে বেশ চিন্তিত বোর্ড। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও শেষ দুই ম্যাচে তাকে নিয়েই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলের সঙ্গে যোগ দিয়েছেন দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতলেও দুঃসংবাদ পেয়েছেন লিটন। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং অনুযায়ী টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ পিছিয়েছেন লিটন। বর্তমানে তার অবস্থান ৩১ নম্বরে। দুই ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ। আর সবচেয়ে বেশি এগিয়েছেন হৃদয়। ২৬ ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান ৯১।
অন্যদিকে, প্রথম ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি পরের দুই ম্যাচেও ধারাবাহিকতা ধরে রেখেছেন তাসকিন। তিন ম্যাচে মোট ৬ উইকেট নেওয়ায় এগিয়েছেন বোলারদের র্যাঙ্কিংয়ে। বর্তমানে তার অবস্থান ২৬ নম্বরে। আর অলরাউন্ডার মেহেদী হাসান ৬ ধাপ এগিয়ে ২১ নম্বরে আছেন।
এখনও জিম্বাবুয়ে সিরিজে আরও দুটি ম্যাচ রয়েছে। সেই দুই ম্যাচেও নিজেদের র্যাঙ্কিং আরও ওপরে নেওয়ার সুযোগ থাকবে এই ক্রিকেটারদের। আগামী ১০ ও ১২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।