নেই লিটন, সাকিব-মুস্তাফিজ ফিরেছেন একাদশে
সাকিব-মুস্তাফিজের দলে ফেরাটা অনুমিত ছিল। যেমনটা প্রত্যাশিত ছিল জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের সিরিজ জয়। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দুই ম্যাচ হাতে রেখে নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। চট্টগ্রাম পর্ব শেষে এবার ঢাকায় মুখোমুখি দুদল।
চতুর্থ টি-টোয়েন্টিতে আজ শুক্রবার (১০ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। একাদশে তিন পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ফিরেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন লিটন দাস ও সাইফউদ্দিন। বিশ্রাম দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে।
টসের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা টস জিতলে ব্যাটিংই চাইতাম। উইকেট দেখে মনে হচ্ছে ব্যাটিংয়ে সহায়তা করবে। আমরা বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করছি। দলে বেশ কিছু পরিবর্তন এসেছে।’
জিম্বাবুয়ে দলপতি সিকান্দার রাজার ভাষ্য, ‘আমরা হয়তো সিরিজে এখনও ভালো ফল আনতে পারিনি। তবে, আমাদের দলে বেশ অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আশা করছি দারুণ কিছু হবে।’
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, জাকির আলি অনিক, তানভীর ইসলাম।