বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচে বৈমানিক আসীম জাওয়াদকে স্মরণ
বাংলাদেশ বিমানবাহিনীর ওয়াইএকে-১৩০ নামক একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বৈমানিক স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদ। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শুক্রবার (১০ মে) বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে বৈমানিক আসীম জাওয়াদকে। নিহত এই বৈমানিককে শ্রদ্ধা জানাতে মিরপুর শেরেবাংলায় ম্যাচটি শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘গতকাল চট্টগ্রামে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া স্কোয়াড্রন লিডার অসিম জাওয়াদের সম্মানে মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে বিসিবি।’
গতকাল বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর ইয়াক-১৩০ নামক একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। পরে চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে বিমানটি। সেখান থেকে বৈমানিক আসীম জাওয়াদ রিফাতকে উদ্ধার করে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান।
আজ শুক্রবার (১০ মে) বাদ জুমা শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। নিজের এলাকা মানিকগঞ্জ শহরের সেওতা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নিহত বৈমানিক আসীম জাওয়াদ রিফাত।