‘চেন্নাইয়ের ঈশ্বর’ ধোনির নামে মন্দির হবে, বললেন ভারতীয় ক্রিকেটার
মহেন্দ্র সিং ধোনি আর চেন্নাই সুপার কিংস একে অপরের সমার্থক। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএলে চেন্নাইয়ের হলুদ জার্সি গায়ে চাপান ধোনি। ১৭ বছর ধরে একই জামায় নিজেকে জড়িয়ে রেখেছেন। চেন্নাইকে জিতিয়েছেন যৌথ সর্বোচ্চ পাঁচটি শিরোপা। বয়স ৪৩ চলছে। চলতি আসরে অনেকটা অনুরোধেই খেলছেন আইপিএল।
চেন্নাই গতকাল রোববার (১২ মে) মাঠে নেমেছিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে। ঘরের মাঠ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে জয় পেয়েছে দলটি। মৌসুমে এই মাঠে এটিই ছিল চেন্নাইয়ের শেষ ম্যাচ। সম্ভবত ধোনিরও। ম্যাচের পর তাই পুরো মাঠ ভিক্টোরি ল্যাপ দিয়ে ভক্তদের ভালোবাসার জবাব দিয়েছেন। স্মারক হিসেবে ভক্তদের দিকে ছুঁড়ে মেরেছেন টেনিস বল।
কেবল চেন্নাইয়েই নয়, ক্যাপ্টেন কুল ধোনি ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। তার নেতৃত্বে দুই সংস্করণে বিশ্বকাপ জিতেছে ভারত। জিতিয়েছেন দুটি চ্যাম্পিয়ন্স ট্রফি। অপরাহ্নের গল্পে এসে যাওয়া ধোনির বন্দনায় মাতলেন সাবেক সতীর্থ আম্বাতি রাইডু। জানালেন, ধোনি চেন্নাইয়ের ঈশ্বর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেতে আজ প্রকাশিত প্রতিবেদন অনুসারে রাইডু বলেন, ‘ধোনি যা করেছেন তা অবিশ্বাস্য। বছরের পর বছর ধরে চেন্নাইকে নিজ হাতে গড়ে তুলেছেন। তিনি চেন্নাইয়ের ঈশ্বর। আমি নিশ্চিত, অদূর ভবিষ্যতে তার নামে মন্দির হবে। তিনি এমন একজন যিনি ভারতকে দুটি আলাদা সংস্করণে বিশ্বকাপ জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছেন। চেন্নাইকে পাঁচটি আইপিএল শিরোপা এনে দিয়েছেন।’