গুরুত্বপূর্ণ ম্যাচে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠাল চেন্নাই
এবারের আইপিএলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে চেন্নাই-বেঙ্গালুরু। যে ম্যাচের ওপর ঝুলছে ভারতীয় ক্রিকেটের দুই সুপারস্টার বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির ভাগ্য। প্লে-অফ নিশ্চিতের এই ম্যাচে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠাল চেন্নাই।
আজ শনিবার (১৮ মে) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক রতুরাজ গায়কোয়াড়। এই দুই দলের মধ্যে কিছুটা চেন্নাই এগিয়ে। এক ম্যাচ হাতে রেখেই তাদের নামের পাশে আছে ১৪ পয়েন্ট। তাই বেঙ্গালুরুকে হারাতে পারলে কোনো হিসেব ছাড়াই প্লে অফের টিকিট পাবে রুতুরাজ গায়কোয়াড়ের দল।
কোনো কারণে যদি খেলা মাঠে না গড়ায় বা পরিত্যাক্ত হয় তাহলেও প্লে অফ নিশ্চিত করবে চেন্নাই। এমনকি আজকের ম্যাচ বেঙ্গালুরুর বিপক্ষে হারলেও সুযোগ থাকবে চেন্নাইয়ের। তাই সমীকরণের মারপ্যাচ এড়াতে জয়ের বিকল্প নেই দুদলের। সমীকরণ অনুযায়ী বেঙ্গালুরু আগে ব্যাট করে যদি ২০০ রান করে, আর চেন্নাই যদি সেই রান তাড়ায় নেমে ১৮ রানের চেয়ে বেশি ব্যবধানে হারে তবে কোহলিদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।