ব্যাটাররা ফর্মে ফিরবেন, বিশ্বাস অধিনায়ক শান্তর
হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের উইকেট অনেকটা শেরেবাংলার মতো। মন্থর উইকেট, উঁচু বাউন্স, তার ওপর ভারী আউটফিল্ড। সবমিলিয়ে এই উইকেট খেলা অনেকটা ডালভাত হওয়ার কথা বাংলাদেশের জন্য। কিন্তু হিউস্টনে দেখা গেল পুরোপুরি ভিন্ন চিত্র।
আজীবন প্রায় একই উইকেটে খেলেও ব্যাটিংয়ে ধুঁকেছে বাংলাদেশ। রান তুলতে রীতিমতো হাড় কাপাকাপি অবস্থা ছিল লিটন-সৌম্যদের। ফলাফল ৫ উইকেটের পরাজয়। তাও যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
এমন হারের দিনেও অধিনায়ক শান্ত ব্যাটারদের পক্ষেই গাইলেন। শোনালেন আশার বাণী। তার বিশ্বাস—ব্যাটাররা ফর্মে ফিরে আসবে।
অবশ্য শান্ত নিজেও ব্যর্থ ব্যাটিং লাইনআপের একজন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ওয়ানডাউনে নেমে ১১ বল মোকাবিলায় করেছেন মাত্র তিন রান। যেটাকে টি-টোয়েন্টি তো দূরে ওয়ানডে বললেও আজকাল ভুল হবে।
এমন ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা ভাল ব্যাটিং করিনি। আমরা শুরুতে ভাল শুরু করেছিলাম কিন্তু মাঝখানে আমরা কয়েকটি উইকেট হারিয়ে ফেলি। আমি মনে করি, যদি আমরা আরও ২০ রান করতে পারি তাহলে সেটা লড়াই করার মতো হবে। ব্যাটাররা লড়াই করে যাচ্ছে। আমরা জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলতে পারিনি। ব্যাটসম্যানরা আসলেই লড়াই করছে। এটা অনেকটা মানসিক বিষয়। আমি প্রত্যাশা করি, ব্যাটসম্যানরা ফর্মে ফিরে আসবে।’
মঙ্গলবার ম্যাচটিতে আগে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে স্কোরবোর্ডে ১৫৩ রান তুলেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারের তিন বল হাতে রেখেই ১৫৬ রান করে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র।