বড় দুঃসংবাদ পেলেন শান্ত, ফিরছেন দেশে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলের অধিনায়ক হিসেবে যাওয়ার কথা ছিল নাজমুল হোসেন শান্তর। এমনকি শান্তকে অধিনায়ক ঘোষণা করে দলও দিয়েছে বিসিবি। তবে, হুট করেই বদলে গেল সব। ক্যারিবীয় সিরিজ থেকে ছিটকে গেলেন এই তারকা ক্রিকেটার।
আজ সোমবার (১১ নভেম্বর) শান্তর ছিটকে যাওয়ার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়েছেন। স্ক্যান রিপোর্ট দেখেই তার ব্যাপারে নির্বাচকরা সিদ্ধান্ত নিতে চেয়েছিলেন। সেটা হয়নি বলে রিপোর্ট ছাড়াই শান্তকে রেখে টেস্ট দল ঘোষণা করতে হয়েছে। যদিও নির্বাচকদের আশঙ্কাই সত্যি হয়েছে। এমআরআই রিপোর্ট পাওয়ার পর জানা গেছে, শান্তর চোটের অবস্থা গুরুতর। এই অবস্থায় চলমান আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচতো বটেই, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।
এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাঃ দেবাশিস চৌধুরী জানিয়েছেন, 'শান্ত'র গতকাল শারজায় এমআরআই করা হয়েছে। আমরা টিম ফিজিওর রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি, যা তার বাম কুঁচকিতে গ্রেড টু স্ট্রেন নিশ্চিত করেছে। এর জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন।’
তিনি আরও যোগ করেন, ‘শান্ত আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে বাদ পড়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও দলের বাইরে থাকবেন। আমরা দুই সপ্তাহ পর তার অবস্থা পুনর্বিবেচনা করব। তিনি তার পুনর্বাসন চালিয়ে যেতে সংযুক্ত আরব-আমিরাত থেকে দেশে ফিরে আসবেন।’
অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। শান্ত ছিটকে যাওয়ায় কে হবেন নতুন অধিনায়ক, সেই বিষয়ে এখনও কিছুই জানায়নি বিসিবি। তবে, অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি।