নাজমুল আবেদীনের মতে, বাংলাদেশ দলে সমস্যা দুটি
যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তাতে মান বাঁচানো গেছে। ফিরেছে ক্রিকেটারদের আত্মবিশ্বাস। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন— ’আমাদের ক্রিকেটারদের সমস্যাটা মানসিক।’ মানসিক অবস্থার যে অবনতি হয়েছিল, তা থেকে কিছুটা হলেও পরিত্রাণ মিলেছে।
ম্যাচ জিতলেও হেরেছে সিরিজ। ব্যর্থ টপ অর্ডার। পাশাপাশি আত্মবিশ্বাসের অভাব তো আছেই। এসব নিয়েই নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ক্রিকেট উপদেষ্টা ও কোচ নাজমুল আবেদীন ফাহিম। বর্ষীয়ান এই কোচ প্রশংসার পাশাপাশি তুলে ধরেন বেশ কিছু বিষয়।
ফাহিমের মতে, বাংলাদেশ দলের সমস্যা দুটি। তিনি বলেন–‘প্রথমত, আমাদের আত্মবিশ্বাসের প্রচণ্ড অভাব। সেটি দলীয় ও ব্যক্তিগত দুদিকেই। দ্বিতীয়ত, টপ অর্ডারের ব্যর্থতা। এই বিশাল জয় দলকে নিশ্চয়ই কিছুটা আত্মবিশ্বাস জোগাবে। তবে, আত্মবিশ্বাসের পারদটা যে জায়গায় থাকার কথা কেবল একটি জয় সেজন্য যথেষ্ট নয়। তাছাড়া উদ্বোধনী ব্যাটসম্যানদের এমন চমৎকার পারফরম্যান্স অফফর্মে থাকা বাকি ব্যাটারদের মধ্যে কতটা প্রভাব ফেলে সেটিও দেখার বিষয়। পরবর্তী প্রস্তুতি ম্যাচের আগ পর্যন্ত দলকে চাঙ্গা রাখতে এই বড় ব্যবধানের জয়টি খুব জরুরি ছিল।’
ইতিবাচক সমালোচনার পাশাপাশি বড় ব্যবধানে বাংলাদেশের জয়ের প্রশংসা করেন ফাহিম। পোস্টে তিনি আরও বলেন— ‘ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে আমরা ধীর গতিতে খেলিনি, ব্যাপারটি ভালো লেগেছে। তানজিদ তামিমের মধ্যে কোনো জড়তা না থাকা ভালো লক্ষণ। শুরুতে সৌম্য সরকারের মধ্যে কিছুটা জড়তা থাকলেও পরের দিকে যথেষ্ট ফ্লুয়েন্ট মনে হয়েছে। এতে আমাদের ওপেনিং সমস্যার সমাধান হয়ে গেল, তা বলার সময় বোধ হয় এখনো আসেনি। প্রথম ম্যাচে শেষের দিকে কিছুটা ঘাটতি থাকলেও আমরা প্রায় সব ম্যাচেই ভালো বোলিং করেছি।’