ব্যাট হাতেও উড়ন্ত শুরু কলকাতার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/26/ipl_1.jpg)
কলকাতা বনাম হায়দরাবাদ ম্যাচ। ছবি : বিসিসিআই
তৃতীয় শিরোপা ঘরে তুলতে যে কতটা মরিয়া কলকাতা, তা তাদের পারফরম্যান্সই বলে দিচ্ছে। বোলিংয়ের পর ব্যাট হাতেও দারুন শুরু করেছেন ব্যাটাররা। সবমিলিয়ে শিরোপা জেতার অপেক্ষায় আইপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা।
১১৪ রানের সহজ লক্ষ্য তাড়া নেমে শুরুতে নারিনের উইকেট হারায় কলকাতা। তবে, গুরবাজ ও ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে সেই চাপ সামলে এগিয়ে যাচ্ছে কেকেআর। প্রথম ৪ ওভারেই স্কোরবোর্ডে ৪৬ রান তুলে ফেলেছে কলকাতা।
এর আগে, ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের ৩ পেসারের তোপে মাত্র ১১৩ রানে অলআউট হয়ে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক ও হার্শিত রানার দুর্দান্ত বোলিংয়ে ৯ বল আগেই গুটিয়ে গেছে প্যাট কামিন্সের দল। কলকাতার হয়ে আন্দ্রে রাসেল নেন ১৯ রান খরচায় ৩ উইকেট। ২টি করে উইকেট শিকার করেন মিচেল স্টার্ক ও হার্শিত রানা।