আমার বিকল্প পাওয়া সহজ হবে না, বার্সার উদ্দেশে জাভি
জাভি যাচ্ছেন, জাভি থাকছেন, জাভি চলে গেলেন। গত এক মাসে বার্সেলোনার সদ্য সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়ে ক্লাবটির অবস্থা এমনই ছিল। বার্সা কোচের চেয়ার নিয়ে এমন দ্বন্দ্ব মূলত ক্লাবটির আর্থিক টানাপোড়েন ও জাভির প্রতি ভক্তদের অনীহার ফল। এভাবে বরখাস্ত হওয়ার পর জাভিও জানালেন, তার বিকল্প খুঁজে পেতে কষ্ট হবে বার্সার।
স্প্যানিশ সংবাদমাধ্যম ফুটবল এসপানায় আজ সোমবার (২৭ মে) প্রকাশিত প্রতিবেদন অনুসারে জাভি বলেন, ‘বার্সার অবস্থা খারাপ। আর্থিক ও ফর্ম, দুটিতেই কঠিন সময় পার করছে ক্লাবটি। আমি জানি, নতুন কোচের সন্ধানে আছে তারা। তবে, আমার বিকল্প পাওয়াটা কঠিনই হবে তাদের জন্য।’
জাভির বিকল্প হিসেবে শোনা যাচ্ছে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যানসি ফ্লিকের কথা। তার সঙ্গে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে বার্সা। এর আগে জোর গুঞ্জন উঠেছিল আর্সেনাল কোচ মিকেল আর্তেতা হতে চলেছেন বার্সায় জাভির বিকল্প। পরবর্তীতে সেটি নাকচ করে দেন আর্তেতা নিজেই।
গত ২৪ মে বরখাস্ত হওয়ার পর জাভি বলেছিলেন, ‘আমাদের সভাপতির (লাপোর্তে) বিপক্ষে গ্যালারি থেকে স্লোগান, দুয়োধ্বনি ভেসে আসাটা সমীচীন নয়। সেটির কারণ যদি আমি হই, তখন আরও বেশি খারাপ লাগে। আমি ভক্তদের কাছ থেকে সবার জন্য উৎসাহ চাই, দুয়ো নয়।’
কিংবদন্তি ফুটবলার জাভি কোচ হিসেবে শুরুতে ব্যর্থ হয়েছেন। নিজের শেকড় বার্সাতেই হারান গ্রহণযোগ্যতা। কোচ হিসেবে ক্লাবকে ভালো অবস্থানে রাখতে পারেননি বিশ্বকাপজয়ী এই তারকা। অথচ, মাঝমাঠ জুড়ে কাতালানদের জার্সিতে তিনি ছিলেন আস্থার অন্যতম প্রতীক।