কোহলি কবে বিশ্বকাপে অংশ নেবেন, জানে না ভারত
আইপিএলের ব্যস্ততা শেষে সামনে এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরে অংশ নিতে ভারতের প্রায় সব ক্রিকেটার পৌঁছেছেন যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে দলটি। তবে, দলের সঙ্গে এখনও যোগ দেননি বিরাট কোহলি। কবে তিনি যুক্তরাষ্ট্র যাবেন, সেই ব্যাপারে জানা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডেরও (বিসিসিআই)।
ইএসপিএনক্রিকইনফোতে আজ বুধবার (২৯ মে) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ভারতের বিশ্বকাপ স্কোয়াডে থাকা অধিকাংশ ক্রিকেটার যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। বোর্ড থেকে ছুটি নিয়েছেন হার্দিক পান্ডিয়া। তিনি আরও পরে যোগ দেবেন। তবে, কোহলি কেন যাননি কিংবা কবে যাবেন; সেই ব্যাপারে কিছু জানে না বোর্ড। বিশ্বকাপ শুরুর আগে আগামী ১ জুন বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে পাওয়া অনিশ্চিত।
এর আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ফেভারিট মানছেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের সাবেক তারকা এউইন মরগান। তিনি বলেন, ‘বিশ্বকাপে ভারতই সবচেয়ে শক্তিশালী দল। এটা ঠিক যে, তাদের দলে চোটের সমস্যা আছে। তবু দলটির শক্তি এবং মনোবল যে কোনো দলের চেয়ে বেশি। ভারতের দলগত শক্তিমত্তা প্রবল। তারা বিশ্বকাপ জেতার সামর্থ্য রাখে।’
বিশ্বকাপের জন্য অভিজ্ঞদের ওপরই ভরসা রেখেছে ভারত। মন্থর ব্যাটিং নিয়ে আলোচনায় থাকা বিরাট কোহলি টিকে গেছেন। সমালোচিত হওয়া হার্দিক পান্ডিয়াও যাচ্ছেন বিশ্বকাপে। অধিনায়ক রোহিত শর্মার সহকারি হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছেন পান্ডিয়া। বোলিং বিভাগে জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং—সবাই নিজেদের প্রমাণ করেছে। স্পিনে হাত ঘোরাতে আছেন চাহাল, জাদেজা ও কুলদীপ যাদব।