ভারত ম্যাচের আগে হঠাৎ টিম হোটেল বদলাল পাকিস্তান!

ক্রিকেটের বহু পুরোনো লড়াইয়ের একটি ভারত-পাকিস্তান ম্যাচ। যে ম্যাচের আবহ অনেক সময় ছাপিয়ে যায় যে কোনো ফাইনালকে। বিশ্ব আসরে দুদলের একসঙ্গে মাঠে নামা মানে উত্তেজনার পারদ তুঙ্গে ওঠা। দলগুলোও নানা পরিবর্তন আনেন নিজেদের কৌশলে।
ভারতের বিপক্ষে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বেই মুখোমুখি হবে ভারত। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৯ জুন। এর আগে হঠাৎ টিম হোটেল পরিবর্তন করল পাকিস্তান ক্রিকেট দল। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুতে আজ বৃহস্পতিবার (৬ জুন) প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে খবরটি।
কোনো কৌশলগত পরিবর্তন নয়, পাকিস্তান টিম হোটেল বদলেছে দূরত্বের কারণে। ভারতের বিপক্ষে পাকিস্তান যে মাঠে খেলবে, নিউইয়র্কের সেই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম থেকে পাকিস্তানের টিম হোটেল বেশ দূরে। মাঠ ও হোটেলের মাঝে সময়ের দূরত্ব দেড় ঘণ্টা। এটি নিয়ে আইসিসির কাছে অসন্তোষ প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর প্রেক্ষিতে আইসিসি তাদের টিম হোটেল পরিবর্তন করেছে।

নতুন যে হোটেলে উঠেছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা, সেখান থেকে মাঠের দূরত্ব পাঁচ মিনিট। ভারত আগে থেকেই স্টেডিয়ামের আশপাশে নিজেদের হোটেল বেছে নিয়েছিল। মাঠে যেতে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সময় লাগে ১০ মিনিটের মতো।
ভারত-পাকিস্তান মহারণ নিয়ে আইসিসিতে একটি কলাম লেখেন শহীদ আফ্রিদি। কলামে পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ একটা উৎসব। পাশাপাশি উৎসবে চাপ সামলানোর ব্যাপারও। এই ম্যাচে দুদলের সবাই নিজেদের সেরাটা দিতে তৈরি থাকে। একটা দল হয়ে কাজ করে। টিমওয়ার্ক হচ্ছে সেই কাজ, যা ম্যাচে পার্থক্য গড়ে দেয়। আমরা যখন খেলতাম, তখনও ব্যাপারটা একই ছিল। দর্শকের ভালোবাসা ছিল, প্রত্যাশা ছিল।’