মোহামেডানের ঘরে নারী প্রিমিয়ার লিগের শিরোপা
অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবেই নারী প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলল মোহামেডান। সালমা খাতুনের নেতৃত্বে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত এক মৌসুম শেষ করেছে মোহামেডান। দারুণ জয়ে শেষ ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে ৪৬ রানে হারিয়েছে দলটি। বিকেএসপিতে আজ বুধবার (১২ জুন) পাওয়া এই জয়ে তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতল মোহামেডান।
ম্যাচে আগে ব্যাট করে সাত উইকেটে ২৪৯ রান করে মোহামেডান। দলের পক্ষে ৬৮ রান করেন জাতীয় দলের তারকা সুবহানা মুস্তারি। ৪০ বলে ৪০ রান করেন রুমানা আহমেদ। জবাবে ২০৩ রানে অলআউট হয় রূপালি ব্যাংক। বিকেএসপিতে দিনের অন্য ম্যাচে গুলশান ইয়ুথ ক্লাবকে সাত উইকেটে হারায় আবাহনী। এ জয়ে রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে আবাহনী।
গত আসরে রানার্সআপ হওয়া মোহামেডান এবার পেয়েছে শিরোপার দেখা। এই গৌরবকে দলের সম্মিলিত প্রচেষ্টার ফল বললেন সাদাকালো অধিনায়ক সালমা। তার মতে, দলের সবাই এক হয়ে না খেললে এমন অর্জন সম্ভব হতো না। ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি।
সালমা খাতুন বলেন, ‘গতবার আমরা রানার্সআপ হয়েছিলাম। এই বছর আমাদের লক্ষ্য ছিল আরও ভালো করার। চ্যাম্পিয়ন হতে পেরে আনন্দিত। আমি আমার টিমমেটদের বাহবা দেব। সবাই একসঙ্গে না থাকলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হতো না।’