প্রথমার্ধেই ক্রোয়েশিয়াকে ছিটকে ফেলল স্পেন
ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসর ইউরো। তারার হাট বসে যেখানে। গতিশীল ফুটবলের পসরা নিয়ে বসে দলগুলো। তেমনই দুই দল স্পেন ও ক্রোয়েশিয়া। পাসিং ফুটবলে স্পেনের দর্শন ম্যাচের নিয়ন্ত্রণ রাখা। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া বিশ্বাস রাখে আক্রমণে। ইউরোর ২০২৪ এর ‘বি’-গ্রুপের প্রথম ম্যাচে আজ শনিবার (১৫ জুন) মুখোমুখি হয়েছে দল দুটি। ৩-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষে বিরতিতে স্পেন।
দুদলই একাদশ সাজিয়েছে ৪-৩-৩ ফর্মেশনে। রক্ষণ, মাঝমাঠ, আক্রমণে সমান গুরুত্ব দেয় এই ফর্মেশন। ম্যাচের প্রথম অর্ধেক শেষে সফল স্পেন। লা রোজারা অবশ্য প্রথা ভেঙে আক্রমণাত্মক ফুটবল খেলেছে। বলের দখল ও পাস অ্যাকুরেসিতে এগিয়ে ছিল ক্রোয়াটরা।
ম্যাচের বয়স যখন ২৮ মিনিট, প্রথম গোলের দেখা পায় স্পেন। জার্মানির বার্লিনের অলিম্পিয়া পার্কে স্প্যানিশদের এগিয়ে নেন আলভারো মোরাতা। ফাবিয়ান রুইজের অ্যাসিস্টে গোল করেন তিনি। বল পেয়ে ডি বক্সের ভেতর ত্রোয়াট রক্ষণ ভেঙে জালে জড়ান বল। মোরাতার গোলে এগিয়ে যাওয়া স্প্যানিশদের দ্বিতীয় গোল আসে চার মিনিট পরই।
প্রথম গোলের উৎস যিনি, সে রুইজ করেন দ্বিতীয় গোল। এবার তার গোলের সহায়ক পেদ্রি। ব্যবধান দ্বিগুণ হয় স্পেনের। দুই গোলের লিড পেয়ে থেমে থাকেনি দলটি, সুযোগ খুঁজেছে আরও গোলের। সেটি পেয়েও যায় প্রথমার্ধের শেষ দিকে। স্কোরশিটে নাম তোলেন দানি কার্ভাহাল।
রিয়াল মাদ্রিদ তারকা কার্ভাহাল ৪৭ (যোগ করা চার মিনিটের দ্বিতীয় মিনিট) মিনিটে স্পেনকে এনে দেন তিন গোলের বড় ব্যবধান। কার্ভাহালকে অ্যাসিস্ট করেন লামাল ইয়ামাল। তাতে, তিন গোলের বড় ব্যবধান নিয়ে বিরতিতে যায় স্পেন।