বাংলাদেশ-ভারত সিরিজের সূচি প্রকাশ
দীর্ঘ পাঁচ বছর পর ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের পর ভারত অভিযান শুরু নাজমুল হোসেন শান্তদের। চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিপক্ষে সাদা ও রঙিন পোশাকে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
ভারত সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও দুই ম্যাচের টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আয়োজিত হবে।
আজ বৃহস্পতিবার (২০ জুন) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করেছে। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টেস্ট দিয়ে শুরু হবে দুদলের লড়াই। দ্বিতীয় ম্যাচটি হবে ২৭ সেপ্টেম্বর, কানপুরে। এরপর ছয় অক্টোবর ধর্মশালায় শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুই ম্যাচ দিল্লি ও হায়দরাবাদ। সেগুলো হবে ৯ ও ১২ অক্টোবর।
এক নজরে দেখে নিন সূচি—
১ম টেস্ট ১৯ সেপ্টেম্বর–২৩ সেপ্টেম্বর চেন্নাই
২য় টেস্ট ২৭ সেপ্টেম্বর–১ অক্টোবর কানপুর
১ম টি–টোয়েন্টি ৬ অক্টোবর ধর্মশালা
২য় টি–টোয়েন্টি ৯ অক্টোবর দিল্লি
৩য় টি–টোয়েন্টি ১২ অক্টোবর হায়দরাবাদ