শেষের গোলে স্লোভেনিয়ার হৃদয় ভাঙল সার্বিয়া
বিরতির পর উৎসবের উপলক্ষ্য পেয়ে যায় স্লোভেনিয়া। লিড এনে দিয়ে দলকে জয়ের পথ বাতলে দেন জ্যান কার্নিচিক। সেই পথেই এগিয়ে যাচ্ছিল দলটি। তবে, যোগ করা সময়ে স্লোভেনিয়ার হৃদয় ভেঙে ড্র করল সার্বিয়া। সেই সঙ্গে এখনও সার্বিয়া বাঁচিয়ে রাখল নিজেদের আশা।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আজ বৃহস্পতিবার ‘সি’ গ্রুপের ম্যাচে ভেনিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সার্বিয়া। ম্যাচের যোগ করা সময়ে ম্যাচের ভাগ্য নির্ধারণকারী গোলটি করেন লুকা জোভিচ।
এই ড্রতে ইউরোতে জয়ের অপেক্ষা আরও বাড়ল স্লোভেনিয়ার। অন্যদিকে এবারের ইউরোতে প্রথম পয়েন্টের দেখা পেল সার্বিয়া।
এদিনের ম্যাচের প্রথমার্ধে মেলেনি গোলের দেখা। অবশেষে গোল আসে ৬৯ মিনিটে। প্রতিপক্ষের ডি বক্সে সতীর্থের নিচু ক্রসে কাছ থেকে শটে বল জালে পাঠান স্লোভেনিয়ার কার্নিচিক।
এই ব্যবধান ধরেই জয়ের পথে হাঁটে স্লোভেনিয়া। কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নার থেকে হেডে বল জালে পাঠিয়ে সবাইকে স্তব্ধ করে দেন লুকা। যাতে স্বস্তির ড্র নিয়ে মাঠে সার্বিয়া। আর স্লোভেনিয়ার ভাগ্যে জোটে হতাশা।
এই গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। সমান দুই করে পয়েন্ট স্লোভেনিয়া ও ডেনমার্কের। একটি পয়েন্ট সার্বিয়ার। সবার তলানিতে আছে দলটি।