সাকিব-মাহমুদউল্লাহকে দলে চান না তারকা ধারাভাষ্যকার
সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। সুপার এইটে উঠলেও হারের বৃত্ত থেকে বেরোতে পারছে না নাজমুল শান্তর দল। এর ওপর সেরা ছন্দে নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার। যা বড় দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। এবার এই দুই ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন করে বাংলাদেশকে পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্ট।
জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে গিলক্রিস্ট বলেন, ‘বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে এসব ভাবার সময় এখন। মাহমুদউল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে। তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশের।’
গিলক্রিস্ট আরও যোগ করেন, ‘বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া। তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরম্যান্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না। তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে সেটি দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয়। হ্যাঁ, এটির জন্য তারা সুপার এইটে উঠতে পারেনি এমন নয়। কিন্তু এসব ম্যাচে জয় মানসিকতায় অনেক প্রভাব ফেলতে পারে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাকি কোন ম্যাচেই দেড়শ ছোঁয়া পুঁজি পায়নি বাংলাদেশ। এমনকি অ্যান্টিগার ব্যাটিং উইকেটেও বাংলাদেশ করতে পারেনি ১৪৬ রানের বেশি। একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা করেছিল ১৪০ রান। আধুনিক ক্রিকেটের সঙ্গে যা একেবারেই বেমানান।