দ. আফ্রিকা সিরিজে সাকিবের থাকা নিয়ে যা বললেন হাথুরুসিংহে
কানপুরে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। পাঁচদিনের টেস্টের প্রায় আড়াই দিন ভেসে যায় বৃষ্টিতে। শেষ দুদিন খেলা হয়। যেখানে বাংলাদেশকে একপ্রকার উড়িয়ে দেয় ভারত। দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে, ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় আসেন সাকিব আল হাসান। সাদা পোশাকে এটিই যে তার সম্ভাব্য শেষ টেস্ট।
ওয়ানডে ক্রিকেট চালিয়ে গেলেও টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। যদিও, চেয়েছেন দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলে টেস্টকে বিদায় বলতে। দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে যা অনেকটা অসম্ভব। সেই হিসেবে কানপুরে গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) নিজের শেষ টেস্টটি খেলে ফেললেন সাকিব। চারদিকে যখন সাকিবকে নিয়ে এত আলোচনা, তখন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, ভারত সিরিজ শেষেই সাকিব থামছেন না।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেন, ‘এটা সাকিবের শেষ, আমি এমন কিছু শুনিনি। আমি যতদূর জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবে। যদি না খেলে, সেক্ষেত্রে আমাদের ভাবনাটা অন্যরকম হবে। সে এত তাড়াতাড়ি শেষ বলায় অবাক হয়েছি। তার বিকল্প তো সহজে খুঁজে পাওয়া যাবে না।’
এদিকে, কানপুরে ম্যাচ শেষে বাংলাদেশি সাংবাদিকদের কাছ থেকে বিদায়ী সংবর্ধনা পান সাকিব। বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে যাওয়া সাংবাদিকরা ম্যাচ শেষে তাকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানায়। পাশাপাশি সাকিব উপহার পেয়েছেন বিরাট কোহলির কাছ থেকে। তাকে ব্যাট উপহার দিয়েছেন কোহলি। বিদায়ী উপহার দেওয়ার সময় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে জড়িয়ে ধরেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার।