ইংলিশ পরীক্ষায় যেমন হলো ভারত একাদশ
বিশ্বকাপের ফাইনালে চোখ রেখে মাঠে নেমেছে ভারত ও ইংল্যান্ড। গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নেমেছে দুদল। বাঁচা-মরার ম্যাচে ইংলিশদের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত। টানা ছয় ম্যাচ জেতার একাদশ নিয়েই লড়াইয়ে রোহিত শর্মার দল। ইংল্যান্ডও একাদশে কোনো পরিবর্তন আনেনি।
গায়ানায় এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টসে আগে ব্যাটিংয়ে নেমেছে শর্মার দল।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার দাস, রবীন্দ্র জাদেজা, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, আর্শদিপ সিংহ, কুলদিব যাদব, রিশাভ পন্থ।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, ক্রিস জর্ডান, ফিল সল্ট, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, হ্যারি ব্রুক, স্যাম কারান, জফরা আর্চার ও ট্রপলি।