সেমিফাইনালেও ব্যর্থ কোহলি
এবারের বিশ্বকাপে খুব একটা চেনা ছন্দে নেই বিরাট কোহলি। বিশ্বকাপে পাননি একটিও ফিফটির দেখা পাননি তিনি। দুটি ম্যাচ ডাক। সর্বোচ্চ রানটা এসেছে বাংলাদেশের বিপক্ষে ৩৭। এবার সেমিফাইনালেও ব্যর্থ হলেন কোহলি।
ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৯ রানের বেশি করতে পারেননি এই ভারতীয় তারকা। ইনিংসের তৃতীয় ওভারে রিচ টপলির বলে বোল্ড হয়ে ফেরেন কোহলি।
বিশ্বকাপের ফাইনালে চোখ রেখে মাঠে নেমেছে ভারত ও ইংল্যান্ড। গায়ানায় দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নেমেছে দুদল। বাঁচা-মরার ম্যাচে ইংলিশদের বিপক্ষে একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত। টানা ছয় ম্যাচ জেতার একাদশ নিয়েই লড়াইয়ে রোহিত শর্মার দল। ইংল্যান্ডও একাদশে কোনো পরিবর্তন আনেনি।
গায়ানায় এরই মধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে টসে ব্যাটিংয়ে রোহিত শর্মার দল।
আগেই জানা ছিল, ভারত ও ইংল্যান্ড ম্যাচে বড় বাধা হতে পারে বৃষ্টি। সত্যিই তাই। গায়ানায় বৃহস্পতিবার সকাল থেকেই চলছে বৃষ্টি। মাঝে থামছে, আবার শুরু হয়। এই অবস্থায় ম্যাচটি পুরো হওয়া নিয়েও জেগেছে শঙ্কা। দফায় দফায় পিছিয়ে লড়াই শুরু হলেও পুরো ২০ ওভার শেষ হতে পারেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে।
এদিকে দ্বিতীয় সেমিফাইনালে রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। ফলে আজকেই ফল বের করতে হবে। সেক্ষেত্রে ম্যাচটিতে বৃষ্টি হলে ফাইনালে যাবে কে?
রিজার্ভ ডে না থাকলেও এই ম্যাচে নির্ধারিত সময়ের বাইরে মোট ২৫০ মিনিট বাড়তি সময় রাখা হয়েছে। বাড়তি সময়েও ম্যাচ শেষ না করা গেলে সুপার এইট পর্বে পয়েন্ট টেবিলে যারা এগিয়ে ছিল তারাই যাবে ফাইনালে। যেহেতু টেবিলের পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরে আছে ভারত। তাই ভারতই যাবে ফাইনালে।