ইতিহাস গড়তে দক্ষিণ আফ্রিকার সামনে কঠিন লক্ষ্য
গত এক মাস ধরে যে ট্রফির জন্য বাইশ গজে চলেছে ক্রিকেট-যুদ্ধ। সেই যুদ্ধে শেষের অপেক্ষাতে গোটা ক্রিকেট বিশ্ব। আসরজুড়ে অপরাজিত থাকা দুটি দলের সামনে ট্রফি জয়ের সুযোগ। ভারতের লক্ষ্য আইসিসি ইভেন্টে এক যুগের ট্রফির খরার ইতি টানা। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের ফরম্যাটে প্রথম বিশ্বকাপ জয়। সেই লক্ষ্যে মেগা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বড় লক্ষ্য ছুঁড়ে দিল ভারত।
আজ শনিবার (২৯ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৬ রান তোলে ভারত। ব্যাট হাতে সর্বোচ্চ ৭৬ রান করেন বিরাট কোহলি।
ব্যাট হাতে ভারতের শুরুটা হয়েছিল ঝোড়ে। মার্কো ইয়ানসেনের প্রথম ওভারে কোহলি ও রোহিত মিলে তোলেন ১৫ রান। দ্বিতীয় ওভারেও কেশভ মহারাজের প্রথম দুই বলে চার মারেন রোহিত। তবে, তৃতীয় বলেই স্কয়ার লেগে হেনরিখ ক্লাসেনের হাতে ধরা পড়েন তিনি। আউটের আগে করেন ৫ বলে ৯ রান।
এর দুই বল পরই সাজঘরে ফেরেন রিশাভ পন্থ। দ্বিতীয় ওভারের ষষ্ঠ বলে টপ এজ হয়ে বল উপরে উঠে যায়। সেটি লুফে নেন উইকেটরক্ষক কুইন্টন ডি কক। ২ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর সূযকুমার যাদবকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন কোহলি।
তবে, এই জুটিও খুব বেশি বড় হয়নি। পঞ্চম ওভারে কাগিসো রাবাদার করা ওভারের তৃতীয় বলে ফাইন লেগ দিয়ে মারতে গিয়ে ক্লাসেনের হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ৪ বল খেলে ৩ রান করেন তিনি।
এরপর অক্ষর প্যাটেলকে নিয়ে দারুন জুটি গড়েন কোহলি। ৩৪ রানেই ৩ উইকেট হারানো ভারতকে টেনে তোলেন এই জুটি। প্রোটিয়া বোলারদের পাত্তা না দিয়ে গড়েন ৫৪ বলে ৭২ রানের অবিশ্বাস্য জুটি। শেষমেশ দলীয় ১০৬ রানের রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন অক্ষর। সাজঘরে ফেরার আগে খেলেন ৩১ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস।
এরপর কোহলির সঙ্গে যোগ দেন আরেক ব্যাটার শিবাম দুবে। ৪৮ বলে এবারের বিশ্বকাপে নিজের প্রথম ফিফটি তুলে নেন কোহলি। পরে দুবেকে নিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন কোহলি। যদিও দলীয় ১৬৩ রানে জেনসেনের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আউটের আগে খেলেন ৫৯ বলে ৭৬ রানের দাপুটে ইনিংস। এরপর বিদায় নেন দুবেও। ১৬ বলে ২৭ রান আসে তার ব্যাট থেকে।
গত এক বছরে আইসিসির তিনটি প্রতিযোগিতার ফাইনালে খেলেছে ভারতীয়রা। কিন্তু ট্রফি অধরাই রয়ে গিয়েছে। এবার কি সেই অধরা ট্রফি ধরা দেবে রোহিত শর্মার হাতে? নাকি প্রোটিয়ারা প্রথমবারের মতো শিরোপা জিতে শাপমোচন করবে। সব প্রশ্নের উত্তর পেতে আর অল্প কিছুক্ষণের অপেক্ষা।