বিশ্বকাপ ভারতের তবে রান সংগ্রহে সেরা আফগান তারকা
শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযজ্ঞ। দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। ২০০৭ সালের প্রথম শিরোপা জয়ের দীর্ঘ ১৭ বছর পর আবারও ফিরে পেল টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্ব। তবে, ব্যাটে-পুরো বিশ্বকাপে দাপট দেখিয়েছে আফগানরা। ব্যাট হাতে সেরা আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ বল হাতেও সেরা আফগানিস্তানের ফজল হক ফারুকি।
বিশ্বকাপের নবম আসরটি ব্যাটারদের জন্য তুলনামূলক কঠিন ছিল। বিশেষত, যুক্তরাষ্ট্রের ম্যাচগুলোতে ব্যাটিং যেন হয়ে ওঠে দুঃসহ ব্যাপার। তবু, আলো ছড়িয়েছেন অনেকে। দেখা নেওয়া যাক সদ্য শেষ হওয়া বিশ্বকাপে রান সংগ্রহের এগিয়ে কারা...
রহমানউল্লাহ গুরবাজ
রূপকথার এক বিশ্বকাপ কাটিয়েছে আফগানিস্তান। প্রথমবারের মতো খেলেছে সেমিফাইনাল। আফগান রূপকথার অন্যতম নায়ক রহমানউল্লাহ গুরবাজ। পুরো আসরে হেসেছে তার ব্যাট। ছিলেন ধারাবাহিক। আট ম্যাচে তিন অর্ধশতকে গুরবাজের ব্যাট থেকে আসে ২৮১ রান। তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক।
রোহিত শর্মা
ভারতীয় অধিনায়কের ব্যাট যেদিন হাসে, প্রতিপক্ষের কান্না নিশ্চিত। ব্যাট হাতে বিধ্বংসী রোহিতের ডাকনামই ’হিটম্যান।’ যুক্তরাষ্ট্রের কঠিন উইকেটের পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং পিচে সুযোগ পেয়ে রানের ফোয়ারা ছোটান তিনি। আট ম্যাচে (একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে ভারতের) । ২৫৭ রান করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই।
ট্রাভিস হেড
অস্ট্রেলিয়ান তারকা ট্রাভিস হেড আছেন ছন্দে। সেই ছন্দ ধরে রাখেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। সাত ম্যাচে দুই ফিফটিতে করেছেন ২৫৫ রান। স্ট্রাইক রেট ১৫৮.৩৮। ভারত বরাবরই তার প্রিয় প্রতিপক্ষ। সুপার এইটে ভারতের বিপক্ষেই খেলেছেন টুর্নামেন্টে নিজের সর্বোচ্চ ৪৩ বলে ৭৬ রানের ইনিংস।
কুইন্টন ডি কক
পরের নামটা ডি ককের। দলকে শিরোপা না দিতে পারলেও টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান তার। প্রোটিয়া তারকা করেছেন ২৪৩ রান।
ইব্রাহিম জাদরান
আফগান রূপকথার আরেক নায়ক ইব্রাহিম জাদরান। এই ব্যাটার প্রায় প্রতি ম্যাচেই ব্যাটিংয়ে দলের ভিত শক্ত করতে সহায়তা করেছেন। আট ম্যাচ খেলে তিনি রান করেছেন ২৩১। অর্ধশতক দুটি, সর্বোচ্চেইনিংস ৭০ রানের। তিনি টুর্নামেন্টের পঞ্চম রান সংগ্রাহক।