স্লোভেনিয়ার বিপক্ষে প্রথমার্ধে গোলহীন পর্তুগাল
জিতলে কোয়ার্টার ফাইনালের টিকিট। হারলে বিদায়। এমন সমীকরণের ম্যাচে প্রথমার্ধে স্লোভেনিয়ার সামনে প্রতিরোধই গড়তে পারল না পর্তুগাল। একের পর এক সুযোগ হাতাছাড়া করে বিরতির আগে গোলহীন থাকল ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
স্লোভেনিয়ার বিপক্ষে সোমবার রাতে শেষ ষোলোর ম্যাচে খেলতে নেমেছে পর্তুগাল। প্রথমার্ধে ম্যাচের ৬৬ ভাগ সময় বল দখলে রেখে জালের দেখা পায়নি পর্তুগাল। স্লোভেনিয়ার রক্ষণেও খুব একটা ভীতি ছড়াতে পারেননি রোনালদোরা।
বিরতির আগে মাত্র পাঁচবার আক্রমণে যায় সাবেক চ্যাম্পিয়নরা। পাঁচবারই ব্যর্থ। বড় সুযোগ আসে ম্যাচের ৩০তম মিনিটে। প্রতিপক্ষের দ্বারা ফাউলের শিকার হয়ে বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়ে যায় পর্তুগাল। সেই ফ্রি কিকে শট্ নেন রোনালদো। তবে স্লোভেনিয়ার গোলকিপার বল হাত দিয়ে ফিরিয়ে দিয়ে হতাশ করেন আল নাসের তারকাকে।
এর পাঁচ মিনিট বাদে আরেকটি সুযোগ হাতছাড়া করে পর্তুগাল। উল্টো ৩৮তম মিনিটে গোল খেতে বসে তারা। তবে বল পোস্টের ওপর দিয়ে গেলে সেই যাত্রায় বেঁচে যায় পর্তুগাল।