বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ কোহলি
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের হার যখন মনে হচ্ছিল, তখন উল্টো দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেছেন জাসপ্রীত বুমরাহ। ডেথ ওভারে ভারতকে উইকেট এনে দিয়ে ম্যাচে ফেরান তিনি। কেবল ফাইনালেই নয়, পুরো আসরে দুর্দান্ত ছিলেন বুমরাহ।
টি-টোয়েন্টির ধুন্ধুমার ব্যাটিংয়ের সময়ে এসেও বিশ্বকাপে বুমরাহর ইকোনমি পাঁচের নিচে। ফাইনাল ম্যাচেও ভারতের জয়ে ছাপ রাখেন তিনি। ভারতীয় এই তারকা ১৫ উইকেট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। বিশ্বকাপ জয়ের পর গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) দেশে ফেরে ভারতীয় ক্রিকেট দল।
ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয় রোহিত-কোহলি-বুমরাহদের। এরপর তারা ট্রফি নিয়ে যান মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অনুষ্ঠানে বুমরাহকে প্রশংসায় ভাসান কোহলি। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন মতে কোহলি জানান, ফাইনাল জয়ে বুমরাহর অবদান অসাধারণ।
কোহলি বলেন, ’ফাইনালে শেষ ওভার ছিল বেশ উত্তেজনাকর। বুমরাহ তার স্পেলে আমাদের ম্যাচে ফিরিয়েছে। একটি উইকেট নেওয়ার পর মনে হয়েছে পাথর সরেছে বুক থেকে। শুধু ফাইনাল কেন, পুরো বিশ্বকাপে সে দুর্দান্ত খেলেছে। আমাদের শিরোপা জয়ের পথে তার অবদান অনেক।’
ভারতের বিশ্বকাপ জয়ে কোহলির অবদানও কম ছিল না। ফাইনালের ম্যাচসেরা হয়েছেন তিনি। আর পুরো আসরে দলকে এক সুতোয় গাঁথেন অধিনায়ক রোহিত শর্মা। দুজনই অবসর নিয়েছেন দল থেকে। এদিকে, এই দুজনের পরা জার্সি তুলে রাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আবেদন করেন দেশটির সাবেক ক্রিকেটার সুরেশ রায়না। রোহিত ৪৫ ও কোহলি ১৮ নম্বর জার্সি পরে খেলতেন।