শেষটা রাঙাতে না পারার আক্ষেপ রোনালদোর
ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। ফ্রান্সের কাছে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দলের। এই পরাজয় যতটা পর্তুগালের জন্য হতাশার, তারচেয়ে বেশি রোনালদোর জন্য। পর্তুগিজ মহাতারকা যে ইউরোতে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন সেদিনই!
‘রাউন্ড অব সিক্সটিনে’ পেনাল্টি মিস করে কান্নায় ভেঙে পড়েছিলেন রোনালদো। সেটি মাথায় রেখেই কি না ফ্রান্সের বিপক্ষে রোনালদো এলেন, দাঁড়ালেন, দীর্ঘশ্বাস ছাড়লেন। শট নিতে গিয়ে কয়েকবার থমকে গেলেন। তারপর বলটাকে ঠিকই জালে জড়ালেন। তবু, ম্যাচ শেষে তিনি পরাজিত।
২০১৬ ইউরোর চ্যাম্পিয়ন পর্তুগালের জার্সি গায়ে এটিই রোনালদোর শেষ ম্যাচ কি না, তা নিয়ে কৌতূহল তুঙ্গে ছিল সবার। রোনালদোর বার্তার অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবসর নিয়ে কিছু না বললেও ফেসবুকে একটি পোস্ট করেছেন সিআর সেভেন। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ রোববার (৭ জুলাই) করা পোস্টে রোনালদো জানান, পর্তুগাল আরও অনেকদূর যেতে পারত।
রোনালদো বলেন, ‘আমরা আরও দূরে (সেমিকে ইঙ্গিত করে) যেতে পারতাম। তা আমাদের প্রাপ্য ছিল। সেটি হয়নি। তবে, যতদূর এসেছি তার জন্য ভক্তদের ধন্যবাদ। মাঠ ও মাঠের বাইরে আমরা যা অর্জন করেছি, আপনাদের জন্যই। আপনাদের প্রতি তাই কৃতজ্ঞ। আমি নিশ্চিত, পর্তুগিজ ফুটবলাররা এই সম্মান ধরে রেখে এগিয়ে যাবে। দলের মর্যাদা আরও বাড়াবে এই প্রজন্ম।’