সেমির আগে তিন ফুটবলারকে হারাল স্পেন
আয়োজক জার্মানিকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের ২০২৪ আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ফাইনালে ওঠার লক্ষ্যে মঙ্গলবার দিনগত রাতে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে স্প্যানিশরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিন ফুটবলারকে হারাল স্পেন। যা দারুণ ছন্দে থাকা দলটির জন্য বড় দুঃসংবাদ।
জার্মানির বিপক্ষে ম্যাচে নাটকীয় জয়ের পর এবার ফাইনালে চোখ স্পেনের। সেই লক্ষ্য পূরণে ফ্রান্স বাধা টপকাতে হবে স্প্যানিশদের। তবে, বাঁচা-মরার ম্যাচে খেলতে পারবেন না পেদ্রি, দানি কারভাহাল ও লে নরমান। কোয়ার্টারে জার্মানির বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে টনি ক্রসের ফাউলের কারণে হাঁটুতে চোট নিয়ে মাঠ ছাড়েন পেদ্রি। সেই চোটের কারণে আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তিনি।
রিয়াল সোসিয়েদাদের সেন্টার ব্যাক লে নরমান জার্মানি ম্যাচের প্রথমার্ধে খেলেছিলেন। ম্যাচের ২৯তম মিনিটে হলুদ কার্ড পাওয়ায় তাকে বিরতির পর বদলি করা হয়। এটি ছিল চলতি ইউরোতে তার দ্বিতীয় হলুদ কার্ড। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
নরমানের মতো এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কারভাহাল। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেওয়া হয়েছিল তাকে। জামাল মুসিয়ালাকে পেছন থেকে টেনে ধরে ফেলে দিয়েছিলেন তিনি। ফলে ফ্রান্সের বিপক্ষে খেলা হচ্ছে না তারও।
জানা গেছে, পেদ্রির বিকল্প হিসেবে দেখা যেতে পারে উইঙ্গার দানি অলমোকে। জার্মানির নিজে গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন তিনি। আর নরমান ও কারভাহালের জায়গায় দেখা যেতে পারে নাচো ফার্নান্দেজ ও হেসুস নাভাসকে। আগামীকাল মঙ্গলবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিতে মাঠে নামবে এই দুদল।