লাকি সেভেন ব্রাজিলের জন্য যখন আনলাকি
প্রাচীনকাল থেকে মানুষের ধারণায় ১৩ সংখ্যাটি অশুভ কিছুর প্রতীক, আর ৭ সংখ্যাটি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। এমনকি বিখ্যাত অনেক খেলোয়াড় সাত নম্বর জার্সি পরে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এর প্রকৃত কারণ জানা না গেলেও এই ৭ সংখ্যাটিই যেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জন্য আনলাকি। গত কয়েক বছরের পরিসংখ্যান কিন্তু সেকথাই বলে।
ঠিক দশ বছর আগে ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপের আয়োজন করেছিল ব্রাজিল। সেই বিশ্বকাপের সেমিতে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের হারের লজ্জা পায় সেলেসাওরা। শিরোপার সুযোগ থাকার পরও সেমিতে এমন অপ্রত্যাশিত বিদায় মেনে নিতে পারেননি দলটির সমর্থকরা। এর ফলে গত ১০ বছর ধরে ‘সেভেন আপ নামের’ শিকার হতে হচ্ছে দলটির সমর্থকদের।
মারাকানায় সেই হতাশাজনক হারের পর ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও ব্রাজিলের নামের পাশে জড়িয়েছে সেভেন ট্র্যাজেডি। এবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হারে ব্রাজিল। তবে, খেলাটি ছিল জুলাই মাসের ৭ তারিখে। যার ফলে ফের ট্রলের শিকার হতে হয় ব্রাজিলের সমর্থকদের।
একই ঘটনার পুনরাবৃত্তি এবারের কোপা আমেরিকায়। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে উরুগুয়ের বিপক্ষে ৪-২ গোলে হারলেও সমালোচনা মুখে পড়তে হয় ব্রাজিলের সমর্থকদের। কারণ এবারও খেলাটি ছিল জুলাইয়ের ৭ তারিখে। অবাক করার মতো বিষয় হলো, এবারের ম্যাচটি ছিল বাংলাদেশ সময় সকাল ৭টায়। সবমিলিয়ে ৭ যেন কিছুতেই পিছু ছাড়ছে না দরিভাল জুনিয়র শিষ্যদের।