আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ফাইনাল কবে-কখন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/11/argentina_vs_colombia_final.jpg)
আর্জেন্টিনা বনাম কলম্বিয়া—কোপা আমেরিকা অন্যতম সেরা দুই দল এবার শিরোপার লড়াইয়ে নামবে। একদিকে, ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকা কলম্বিয়া। অন্যদিকে, শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন মেসিদের। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।
ঘরের মাঠ মায়ামিতেই মেগা ফাইনাল খেলবেন লিওনেল মেসি। যা ইন্টার মায়ামির সমর্থকদের জন্য বেশ আনন্দের বিষয়। কারণ প্রিয় তারকা যে আরও একটি শিরোপা জয়ের অপেক্ষায়। তবে, প্রতিপক্ষ কলম্বিয়া বলেই কিছুটা দুশিন্তা তো থেকেই যাচ্ছে আলবিসেলেস্তদের। এর আগে একবারই দুই দলের দেখা হয়েছিল কোপা আমেরিকার ফাইনালে। ১৯৯১ সালের সেই ফাইনালে ২-১ গোলে জয় নিয়ে ফেরে আর্জেন্টিনা। আগামী ১৫ জুলাই ভোর ৬টায় শুরু হবে দুদলের লড়াই।
এর আগে, আজ বৃহস্পতিবার (১১ জুলাই) নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে উরুগুয়েকে ১–০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ১০ জনের কলম্বিয়া। ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা।
আর গতকাল বুধবার (১০ জুলাই) সেমিতে প্রথমবার খেলতে আসা কানাডা নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অলৌকিক কিছুই করতে পারল না। আর্জেন্টিনা খেলেছে বিশ্বচ্যাম্পিয়নদের মতোই। কানাডা যে সেমিতে সহজ প্রতিপক্ষ সেটি প্রমাণ করলো লিওনেল মেসিরা। একপেশে লড়াইয়ে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে চলে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।