এমবাপ্পেকে বরণের সময় জানাল রিয়াল
ইউরো চ্যাম্পিয়নশিপে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের যাত্রা থেমে গেছে সেমিতেই। এবার নতুন পথচলা শুরুর পালা এমবাপ্পের। গত জুনে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। তবে ইউরোর কারণে তাকে বরণ করতে পারেনি স্প্যনিশ জায়ান্টরা। এবার এমবাপ্পেকে আনুষ্ঠানিকভাবে বরণের সময় জানাল রিয়াল।
রিয়াল সমর্থকদের অপেক্ষার পালা শেষ। আগামী ১৬ জুলাই ঘরের ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যুতে লস ব্লাঙ্কোসরা সমর্থকরা বরণ করবেন এই তারকা ফুটবলারকে। রিয়ালে ৯ নম্বর জার্সি পরে মাঠ মাতাবে তিনি। লুকা মদ্রিচ অবসর নিলে তখন ১০ নম্বর জার্সি পাবেন এই ফরাসি তারকা। বরণ অনুষ্ঠানে ৮১ হাজার দর্শক উপস্থিতি থাকার কথা বার্নাব্যুতে।
তবে, যুক্তরাষ্ট্রের প্রাক-মৌসুম সফরে এমবাপ্পে দলের সঙ্গে যোগ দেবেন কিনা, তা নিয়ে নিশ্চিত নয় স্প্যানিশ ক্লাবটি। ৩১ জুলাই এসি মিলান, ৩ আগস্ট বার্সেলোনা ও ৬ আগস্ট চেলসির বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।
২০১৭ সালে মোনাকো ছেড়ে কাতারি মালিকানাধীন পিএসজিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে রেকর্ড ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপও জেতেন এমবাপ্পে। মাত্র ১৮ বছর বয়সী এমবাপ্পেকে ১৮ কোটি ইউরোয় কিনেছিল পিএসজি। পিএসজির হয়ে ৬ বার লিগ আঁ শিরোপা জিতেছেন এমবাপ্পে। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছেন পিএসজির হয়ে। কিন্তু হেরে যেতে হয় বায়ার্ন মিউনিখের কাছে।