কলম্বিয়ার সমর্থক বনাম উরুগুয়ের ফুটবলারদের হাতাহাতি, লঙ্কাকাণ্ড
একে তো ম্যাচ হারের দুঃখ, তার ওপর গ্যালারিতে বিপদে পরিবার। নিজেকে ঠিক রাখতে পারেননি উরুগুয়ের তারকা ফুটবলার ডারউইন নুনেজ। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারে উরুগুয়ে।
ম্যাচ শেষে উরুগুয়ের কিছু খেলোয়াড়কে হঠাৎই গ্যালারির একটা অংশের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যেখানে উপস্থিত বেশিরভাগই কলম্বিয়া সমর্থক। কিছুক্ষণ পর ফরোয়ার্ড নুনেজ উঠে যান গ্যালারিতে। এ সময় তার সঙ্গে ছিলেন দলের আরেক সদস্য রোনাল্ড আরাউহো। শুরু হয় হাতাহাতি। কলম্বিয়ার সমর্থক বনাম উরুগুয়ের ফুটবলার!
প্রায় মিনিটখানেকের হাতাহাতি, ঘুষির পর পুলিশ এসে শান্ত করেন পরিস্থিতি। তবে, অল্প সময়েই যেন বেধে যায় লঙ্কাকাণ্ড। সতীর্থদের বাঁচাতে এই মারামারিতে যোগ দেন উরুগুইয়ান একাধিক তারকা। যদিও, বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এএফপিতে প্রকাশিত একটি প্রতিবেদনে ঘটনার কারণ জানান উরুগুয়ের ডিফেন্ডার হোসে মারিয়া গিমেনেজ। তার মতে, ঝামেলার কোনো ইচ্ছেই ছিল উরুগুয়ে তারকাদের। তাদের পরিবারকে বাঁচাতে তারা এমনটি করেছে।
গিমেনেজ বলেন, ‘এটা সত্যিই ভয়ানক ব্যাপার। আমাদের খেলোয়াড়দের দোষ ছিল না শুরুতে। গ্যালারির ওই অংশে আমাদের পরিবার ছিল। তারা বিপদে পড়েছিলেন। সে সময় কোনো পুলিশ সদস্য ছিল না ওখানে। তাছাড়া, কিছু মানুষ জানে না (কলম্বিয়া সমর্থকদের উদ্দেশে) অল্প একটু ড্রিংক করে কীভাবে নিজেদের সামলাতে হয়।’