এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলনে বাংলার নারীরা
শ্রীলঙ্কায় বসতে চলেছে নারী এশিয়া কাপের নবম আসর। অপেক্ষা আর এক সপ্তাহের। আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে নারী ক্রিকেটে এশিয়ার সেরা হওয়ার লড়াই। টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা।
বিকেএসপিতে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) অনুশীলন করেছে নারী দল। নাহিদা-মারুফাদের লক্ষ্য টুর্নামেন্টে ভালো কিছু করার। পেসার মারুফা আক্তার জানিয়েছেন, যতটা ভালো খেলা সম্ভব, তারা সেটি করবেন। ভালো খেলে দলকে জেতানোর কথা জানান এই পেসার।
বিসিবিতে প্রকাশিত ভিডিওতে মারুফা বলেন, ‘আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আশা করি এই টুর্নামেন্টে আমরা এবার (এশিয়া কাপ) ভালো কিছু করব। সবসময় লক্ষ্য থাকে, মাঠে ভালো খেলে দলকে জেতানো।’
শ্রীলঙ্কার মাটিতে আগামী ১৯ জুলাই থেকে শুরু হওয়া এশিয়া কাপ চলবে ২৮ জুলাই পর্যন্ত। গতবার সাত দল অংশ নিলেও এবার খেলবে আটটি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে স্বাগতিক শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।