কোনো মায়ের বুক খালি না হোক : তাসকিন
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছেন এই পেসার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আজ বুধবার (১৭ জুলাই) পোস্ট করেন তিনি। তার চাওয়া, কোনো রক্তপাত ও সংঘাত না হোক। শান্তি চান তিনি।
পেসার তাসকিন সবাইকে সালাম জানিয়ে তার বার্তায় লিখেছেন– ‘শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তবে শিক্ষার্থীরা হলো হৃদপিণ্ড। আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল। শান্তি চাই, শান্তি চাই।’
এর আগে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশ জাতীয় দলের একাধিক তারকা নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই দলে দেরিতে হলেও শামিল হলেন তাসকিন। অনেকের মতো তিনিও শান্তির পক্ষে। শিক্ষার্থীদের পক্ষে।
গতকাল সারা দেশে এই আন্দোলনকে কেন্দ্র হামলা, সংঘর্ষ ও গুলির ঘটনায় ছয়জন মারা যান। যার মধ্যে ছাত্রলীগের নেতা-কর্মীও আছেন। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন হলে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের কক্ষ ভাঙচুর করেন। ছাত্রলীগের নেতা-কর্মীদের হল থেকে বের করে দেওয়া হয়।