তাসকিনকে ঘিরে দুঃসংবাদ
সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য সেই বিশ্বকাপে বাংলাদেশের বোলিং আক্রমণের অন্যতম ভরসার নাম পেসার তাসকিন আহমেদ। তবে, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে চোটে পড়লেন এই পেসার। যা ভক্তদের জন্য বেশ দুশ্চিন্তার।
আজ রোববার (১২ মে) ম্যাচ শুরুর আগে অনুশীলনে ডাইভ দিতে গিয়ে পাঁজরে চোট পান তাসকিন। তবে, তার চোট কতটুকু গুরুতর সেটা অবশ্য জানা যায়নি। ব্যাথা থাকায় ম্যাচ খেলার জন্য ফিট নন তাসকিন। সেই বিচেনাতেই শেষ ম্যাচে রাখা হয়নি তাকে।
বর্তমানে বিসিবির চিকিৎসকদের তত্বাবধানে রয়েছেন তাসকিন। সিরিজের প্রথম চার ম্যাচেই একাদশে ছিলেন তিনি। চার ম্যাচে নিয়েছেন ৮ উইকেট। তাসকিনের পরিবর্তে একদশে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।