ইরাককে হারিয়ে অলিম্পিকে টিকে রইল আর্জেন্টিনা
প্যারিস অলিম্পিকে ফুটবল ইভেন্টে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। রেফারির বিতর্র্কিত সিদ্ধান্তে মরক্কোর বিপক্ষে ড্রয়ের সুযোগ থাকলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় আলবিসেলেস্তেদের। তবে, দ্বিতীয় ম্যাচেই দারুণ প্রত্যাবর্তন করেছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইরাককে উড়িয়ে টিকে রইল পরবর্তী রাউন্ডের দৌড়ে।
গতকাল শনিবার (২৭ জুলাই) লিওঁ স্টেডিয়ামে ইরাককে ৩-১ গোলে হারিয়েছে হাভিয়ের মাসচেরানোর দল। আর্জেন্টিনার হয়ে গোল করেন থিয়াগো আলমাদা, লুসিয়ানো গুনদো ও ইগনাসিও ফার্নান্দেজ। আর ইরাকের হয়ে গোল করেন আইমান হোসেন।
আক্রমণে ম্যাচের শুরু থেকেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। যার ফলে সাফল্য পেতে দেরী হয়নি তাদের। ম্যাচের ১৩তম মিনিটে তারকা ফুটবলার হুলিয়ান আলভারেজের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন আলমাদা। যদিও লিড খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা।
ম্যাচের ৩৯ মিনিটে আরও একটি গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে বল পোস্ট ঘেঁষে চলে যায়। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইরাক। পেনাল্টি বক্সের ভেতর থেকে নেওয়া হেডে বল জালে পাঠান আইমান। সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরে আরও বেশকিছু আক্রমণ করে আর্জেন্টিনা। যার ফলশ্রুতিতে ম্যাচের ৬২তম মিনিটেই দ্বিতীয় গোল পেয়ে যায় দলটি। কেভিন জেননের ক্রস থেকে হেডে বল জালে জড়ান গুনদো। পরবর্তীতে টানা কয়েকটি আক্রমণ করে আর্জেন্টিনা। তবে, ইরাকের জমাট রক্ষণকে ফাঁকি দেওয়া কঠিন হচ্ছিল। শেষমেশ ম্যাচের ৮৫তম মিনিটে তৃতীয় গোলের দেখা পেয়ে যায় আলবিসেলেস্তারা।
জেননের বাড়ানো বলে বাঁ পায়ের জোরালো শটে দলের লিড বাড়ান ফার্নান্দেজ। বাকি সময়ে আর কয়েকটি আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি কেউই। যার ফলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। পাশাপাশি রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। মঙ্গলবার রাত ৯টায় আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ ইউক্রেন। পরের রাউন্ড নিশ্চিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই আর্জেন্টিনার।