৩১ কোটি টাকা জরিমানা গুনতে হচ্ছে ম্যানসিটিকে
কদিন আগেই গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্লাবের পুরস্কার জেতা ম্যানচেস্টার সিটিকে ৩১ কোটি টাকা জরিমান করল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। জানা গেছে, বেশকটি ম্যাচের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে খেলা শুরু করতে দেরি করায় এই জরিমানা গুনতে হচ্ছে সিটিকে।
গতকাল বুধবার (৩১ জুলাই) এক বিবৃতির মাধ্যমে ২০২২-২৩ ও ২০২৩-২৪ মৌসুমে মোট ২২ বার দেরিতে খেলা শুরু করায় ২০ লাখ ৯০ হাজার পাউন্ড জরিমানা হয়েছে দলটির। যা বাংলাদেশি মুদ্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকার বেশি। অবশ্য দায় স্বীকার করে সাজা মেনে নিয়েছে ইংলিশ ক্লাবটি।
নিয়মের লঙ্ঘন করা হয়েছে জানিয়ে উক্ত বিবৃতিতে বলা হয়, সিটি প্রিমিয়ার লিগ আইনের এল ৩৩ ধারা ভঙ্গ করেছে। সংশ্লিষ্ট ধারায় যথাযথ কারণ ছাড়া কিক অফ ও রিস্টার্টে বিলম্বের ক্ষেত্রে শাস্তি আরোপের বিধান আছে। আর সেই নিয়মেই জরিমানা করা হয়েছে ক্লাবটিকে।
গত দুই মৌসুমে মোট ২২ বার দেরি খেলা শুরু করে সিটিজেনরা। বেশিরভাগ সময় ১-২ মিনিট পর মাঠে এসেছে তারা। আর এর মধ্যে সবচেয়ে বেশি দেরি করা হয় ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে প্রায় ২ মিনিট ৪৬ সেকেন্ড দেরিতে আসে ম্যানসিটির খেলোয়াড়রা। অবশ্য এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও নানা সময়ে এমন বিলম্বের কারণে জরিমানার মুখে পড়তে হয়েছে বিভিন্ন ক্লাবকে।