ভারতের স্বপ্ন ভেঙে অলিম্পিকে পাকিস্তানের ইতিহাস
ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি রোমাঞ্চ, উন্মাদনা। আর সেটা যদি হয় ফাইনালে তবে তো কথাই নেই। এবারের প্যারিস অলিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রোর ফাইনালে আরও একটি ভারত-পাকিস্তান মহারণ দেখার সুযোগ পেলেন ক্রীড়াপ্রেমীরা। যে লড়াইয়ে শেষ হাসি পাকিস্তানের আরশাদ নাদিমের। দেশটির ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিকে স্বর্ণ জিতলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) টোকিও অলিম্পিকে সোনাজয়ী ভারতের নীরজ চোপরাকে পেছনে ফেলে জ্যাভেলিন থ্রোর সোনা জিতলেন আরশাদ। ৯২.৯৭ মিটার পেরিয়ে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েছেন আরশাদ। ভেঙেছেন ২০০৮ সালে বেইজিংয়ে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের (৯০.৫৭ মিটার) রেকর্ড। আর নিরাজ ছুঁড়েছেন ৮৯.৪৫ মিটার। ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স (৮৮.৫৪)।
১৯৮৮ সালের সিওল অলিম্পিকে শেষবার পাকিস্তানের হয়ে ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছিলেন বক্সার হুসেন শাহ। আর শেষবার অলিম্পিকে পাকিস্তানের জাতীয় সঙ্গীত বেজেছিল ১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে। সেবার হকিতে সোনা জিতেছিল পাকিস্তান। চার দশক পর আবার সোনা পেল পাকিস্তান।
বিশ্বের অন্যতম সেরা জ্যাভলিন থ্রোয়ার হিসাবে ধরা হয় পাকিস্তানের নাদিমকে। যেকোনো বড় মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অ্যাথলেটিক্সে একমাত্র নাদিমকে ঘিরে পদকের স্বপ্ন দেখেন পাকিস্তানের ক্রীড়াপ্রেমীরা। এবারও তিনি ভক্তদের হতাশ করেননি। এর আগে, টোকিওতে পঞ্চম হওয়া নাদিম ২০২২ সালে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। সেই ইভেন্টে ছিলেন না চোপরা।