বদলে গেল বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু
পাকিস্তান সফরের পরই আগামী মাসে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে বদলে ফেলা হয়েছে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির ভেন্যু। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিসিসিআইয়ের বিবৃতিতে জানানো হয়, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে যাবে বাংলাদেশ। সেই সিরিজে টেস্টের সময় ও ভেন্যু আগের মতোই আছে। তবে, বদলে গেছে প্রথম টি-টোয়েন্টির ভেন্যু। পূর্বের সূচি অনুযায়ী ধর্মশালায় হওয়ার কথা ছিল প্রথম টি-টোয়েন্টি। নতুন সূচিতে ধর্মশালা থেকে সরিয়ে ম্যাচটি নিয়ে আসা হয়েছে গোয়ালিয়রে।
মূলত সংস্কার কাজের কারণে ভেন্যুটিতে আপাতত কোনো খেলা না রাখার অনুরোধ জানিয়েছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেই বিবেচনায় বাংলাদেশ ও ভারতের ঐ ম্যাচ হবে গোয়ালিয়রের নতুন স্টেডিয়াম শ্রিমান্ত মাধবরাও শিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। আর সেই ম্যাচটিই হবে, স্টেডিয়ামটির প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। এরপর ৯ অক্টোবর দিল্লিতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর ১২ অক্টোবর শেষ ম্যাচ হবে হায়দরাবাদে।
টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এর আগে, আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে ২৭ সেপ্টেম্বর থেকে দুই দল খেলবে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
উল্লেখ্য, ২০১৯ সালে সর্বশেষ ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেবারও তাদের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল তারা। সেই সফরে তাদের অর্জন ছিল একটি টি-টোয়েন্টি জয়। সেটিই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে প্রথম জয়ও। শুধু বাংলাদেশ নয় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টির ভেন্যু পরিবর্তন করা হয়েছে।