পাকিস্তান সিরিজের আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ
বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা ছুটি। প্রায় দুই মাসের বিরতির পর ফের আন্তর্জাতিক সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। তাদেরই ঘরের মাঠে সাদা পোশাকে ব্যাটে-বলের লড়াইয়ে নামবে নাজমুল হোসেন শান্তর দল।
তবে মাঠের লড়াইয়ে নামার আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ দল। চোটের কারণে সাদা পোশাকের লড়াই থেকে ছিটকে গেছেন তরুণ ওপেনার মাহামুদুল হাসান জয়।
জাতীয় দলের আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে যায় বাংলাদেশ ‘এ’ দল। সেখানেই প্রথম চার দিনের ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েন জয়। যার কারণে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে না জাতীয় দলের এই ওপেনারের।
চোট কাটিয়ে উঠতে জয়ের অন্তত তিন সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেছেন, ‘ডান কুঁচকিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছে মাহমুদুল। সুস্থ হতে তিন সপ্তাহ সময় লাগবে।’
গত কদিন ধরে লাহোরের অনুশীলন করে বাংলাদেশ জাতীয় দল। আজ শনিবার (১৭ আগস্ট) বাংলাদেশ দল যাবে ইসলামাবাদে। সেখানেও চলবে তিন দিন অনুশীলন।
২১ আগস্ট রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। আর দ্বিতীয়টি মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ।