নারী বিশ্বকাপ নিয়ে শঙ্কায় অসি ক্রিকেটার
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় অনেকটা ভেঙে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা। গত দেড় মাসে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার রেশ কাটেনি এখনও। এদিকে ঘনিয়ে আসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়। টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব ছিল বাংলাদেশের ওপর। চলমান পরিস্থিতি বিবেচনায় এ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
বিশ্বকাপ বাংলাদেশে হবে কি না, তা নিয়ে শঙ্কায় আছেন অস্ট্রেলিয়ার তারকা এলিসা হিলি। অসি নারী দলের অধিনায়ক মনে করেন, বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন কঠিন। ইএসপিএনক্রিকইনফো আজ সোমবার (১৯ আগস্ট) জানিয়েছে এমন খবর।
হিলি বলেন, ‘আমার মনে হয়, আসন্ন ইভেন্ট (নারী বিশ্বকাপ) বাংলাদেশে আয়োজন করা ভীষণ কঠিন। অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাংলাদেশ এখন খুবই সংগ্রাম করছে। এই সময় তাদের উচিত নিজেরা একে অপরের পাশে দাঁড়ানো। একজন মানুষ হিসেবে আমি মনে করি, এই পরিস্থিতিতে সেখানে বিশ্বকাপ আয়োজন করা ভুল হবে। বাকিটা আইসিসির ওপর।’
আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। দিন যত গড়াচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন থেকে ততই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। আয়োজকের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে জিম্বাবুয়ের নাম। এ ছাড়া দৌড়ে আছে সংযুক্ত আমিরাত।