ক্রিকেটের উন্নয়নে আশাবাদী ক্রীড়া উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যান আসিফ মাহমুদ। বিসিবি পরিদর্শনের সময় আজ সোমবার (১৯ আগস্ট) তার সঙ্গে ছিলেন ক্রিকেটার তামিম ইকবালসহ বিসিবির কয়েকজন কর্মকর্তা।
বিসিবি, একাডেমি মাঠ, প্র্যাকটিস গ্রাউন্ডসহ পুরো মিরপুর শেরেবাংলা ঘুরে দেখেন আসিফ। মাঠ পরিদর্শনের আগে গ্র্যান্ড স্ট্যান্ডে দাঁড়িয়ে তাকে পুরো মাঠের বিভিন্ন অংশ দেখান তামিম। পরে তারা প্রবেশ করেন মাঠে। বিসিবির অবকাঠামোগত সুযোগ-সুবিধা পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য উপদেষ্টার এই সৌজন্য সাক্ষাৎ।
আগে থেকেই জানানো ছিল এ দিন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন না উপদেষ্টা আসিফ। তবে, কথা বলেছেন বিসিবির মিডিয়ায়। ক্রিকেটে যেসব উন্নয়নের প্রয়োজন, সেগুলো ঠিক করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিসিবি ছাড়াও আজ বিকেএসপিতে যাওয়ার কথা ছিল আসিফের। তবে, যেতে পারেননি সেখানে।
বিসিবির মিডিয়ায় আসিফ বলেন, ‘নতুন দায়িত্ব পাওয়ার পর আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যা আছে সেগুলো ঘুরে দেখছি। বিসিবির অবকাঠামোগত যে অবস্থা আছে তা দেখতে চেয়েছিলাম। ঘুরে ঘুরে সেটি দেখলাম। বাংলাদেশ নারী দলের সঙ্গেও দেখা হয়েছে। তারা সামনে বিশ্বকাপ খেলতে যাচ্ছে। যে ব্যাপারগুলো এখানে (ক্রিকেট সংশ্লিষ্ট) উন্নয়নের প্রয়োজন আছে, সেগুলো নোট নিলাম। আশা করি, সামনে সেসব ঠিক করে দিতে পারব।’