রাওয়ালপিন্ডিতে সবার সুযোগ আছে, মনে করেন হাথুরুসিংহে
রাত পোহালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে আগামীকাল বুধবার (২১ আগস্ট) থেকে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। পাকিস্তানে বেশ ভালোভাবেই অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। ম্যাচের আগে ক্রিকেটারদের নিয়ে আশাবাদী প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
অনুশীলন শেষে গতকাল সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আশাবাদ ব্যক্ত করে হাথুরু জানান, রাওয়ালপিন্ডিতে সবারই সুযোগ আছে নিজেদের মেলে ধরার। বাংলাদেশ দলের ভারসাম্য নিয়েও কথা বলেন হাথুরুসিংহে।
বাংলাদেশ কোচ বলেন— ‘রাওয়ালপিন্ডির যে পিচ দেখলাম, তাতে মনে হচ্ছে আমাদের পেসাররা ভালো সুবিধা পাবে। দলে দারুণ সব পেসার আছেন। তারা নিজেদের প্রস্তুত করেছেন। শুধু পেসাররা নন, আমার মনে হয় স্পিনাররাও নিজেদের মেলে ধরতে তৈরি। অলরাউন্ডার হিসেবে সাকিব, মিরাজদের কাছে প্রত্যাশা থাকে। তারাও ভালো করবেন বলে আমি মনে করি।’
প্রশ্ন করা হয় হাথুরুসিংহের ভবিষ্যৎ নিয়েও। তিনি পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নে জবাবে বলেন, ‘বাংলাদেশে কী চলছে, আমার পুরো ধারণা নেই। আমার ভবিষ্যৎ নিয়ে যদি বলি, আমি একটা চুক্তিতে আছি। সেটি শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে চাইব। তবে বোর্ড যদি নতুনদের নিয়ে কাজ করতে চায়, এগোতে চায়, আমার তাহলে আপত্তি নেই। আপাতত, যতদিন আছি কাজ করে যেতে চাই।’