বৃষ্টির বাধায় বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট
রাওয়ালপিন্ডিতে ম্যাচের দিন বৃষ্টি হবে, এমন আভাস আগেই দিয়ে রেখেছিল পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর। সেই শঙ্কাই সত্যি হলো। বাংলাদেশ সময় আজ বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি হচ্ছে না। ফলে, বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টটি নির্ধারিত সময় সাড়ে ১১টায় শুরুর সম্ভাবনা নেই।
ম্যাচের ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি হয়েছে আজ সকালে। আউটফিল্ড ভিজে যাওয়ায় ঠিক সময়ে খেলা শুরুর মতো অবস্থা আর বিদ্যমান নেই। বৃষ্টি থামলেও আউটফিল্ড শুকায়নি এখনো। ক্রিকেটাররা তাই অপেক্ষা করছেন। আউটফিল্ড ঠিক করতে কাজ করছেন মাঠকর্মীরা।
প্রায় তিন বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আর পাকিস্তানের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২০ সালে। দেশটির বিপক্ষে সাদা পোশাকে বাংলাদেশের রেকর্ড ভালো নয়। শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তারা। ৯ বছর আগে একটি ম্যাচে ড্র করেছিল বাংলাদেশ।